WBBSE Madhyamik Geography Suggestion 2024 ( PDF Download) | মাধ্যমিক ভূগোল সাজেশন
1 min read

WBBSE Madhyamik Geography Suggestion 2024 ( PDF Download) | মাধ্যমিক ভূগোল সাজেশন

Spread the love

Madhyamik Geography Suggestion 2024 | মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪ : Madhyamik Geography Suggestion 2024 | মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪ প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই Madhyamik Geography Suggestion 2024 – মাধ্যমিক  ভূগোল সাজেশন ২০২৪ MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর  গুলি আগামী West Bengal Madhyamik Geography Examination 2024 – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল 2024 সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।  আপনারা যারা মাধ্যমিক দশম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য Madhyamik Geography Suggestion 2024 | পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪ খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া Madhyamik Geography Suggestion 2024 – মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪ প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারেন। Madhyamik Geography 2024 পরীক্ষা তে এই কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

   মাধ্যমিক ভূগোল 2024 পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড। পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বা মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪ – Madhyamik Geography Suggestion 2024 নিচে দেওয়া রয়েছে।

Madhyamik Geography Suggestion 2024 | West Bengal Class 10th Geography Suggestion 2024 | মাধ্যমিক দশম শ্রেণী ভূগোল সাজেশন ২০২৪

প্রাকৃতিক ভূগোল – মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪ :

  • [1] বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) Click Here
  • (A) নদী (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) Click Here
  • (B) হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) Click Here
  • [2] বায়ুমণ্ডল (দ্বিতীয় অধ্যায়) Click Here
  • (A) বায়ুমণ্ডলের ধারণা উপাদান (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) Click Here
  • (B) বায়ু (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) Click Here
  • (C) বায়ুর স্তরবিন্যাস (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) Click Here
  • (D) বায়ুমণ্ডলে তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) Click Here
  • (E) পৃথিবীর মুখ্য জলবায়ু অঞ্চল এবং বৃষ্টিপাত ও উষ্ণতা লেখচিত্র (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) Click Here
  • (F) বায়ুর চাপবলয় ও বায়ু প্রবাহ (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) Click Here
  • (G) আদ্রতা ও অধঃক্ষেপণ (বায়ুমণ্ডল – দ্বিতীয় অধ্যায়) Click Here
  • [3] বারিমন্ডল (তৃতীয় অধ্যায়) Click Here
  • (A) জয়ারভাটা (বারিমন্ডল – তৃতীয় অধ্যায়) Click Here
  • [4] বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) Click Here

ভারতের ভূগোল ও অর্থনৈতিক ভূগোল – মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪ :

  • ভারত : অবস্থান, প্রসনিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) Click Here
  • ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) Click Here
  • ভারতের জলসম্পদ (ভারত – পঞ্চম অধ্যায়) Click Here
  • ভারতের জলবায়ু (ভারত – পঞ্চম অধ্যায়) Click Here
  • ভারতের মৃত্তিকা (ভারত – পঞ্চম অধ্যায়) Click Here
  •  ভারতের স্বাভাবিক উদ্ভিদ (ভারত – পঞ্চম অধ্যায়) Click Here
  • ভারতের কৃষি (ভারত – পঞ্চম অধ্যায়) Click Here
  • ভারতের শিল্প (ভারত – পঞ্চম অধ্যায়) Click Here
  • ভারতের জনসংখ্যা (ভারত – পঞ্চম অধ্যায়) Click Here
  • ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ভারত – পঞ্চম অধ্যায়) Click Here

মানচিত্র ভূগোল – মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪ :

  • উপগ্রহ ও ভূ – বৈচিত্র্যসূচক মানচিত্র (ষষ্ঠ অধ্যায়) Click Here

পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪ ” পােস্টটি পড়ার জন্যএরকম গুরুত্বপূর্ণ সাজেশন ও বিভিন্ন বিষয়ের নোট পত্র পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন।

আজ আমি এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিয়ে এসেছি Madhyamik Geography Suggestion pdf 2024 | মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪, যা আগত মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে|পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪ প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণী ভূগোল সাজেশন ২০২৪– মাধ্যমিক  ভূগোল সাজেশন ২০২৪ MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর  গুলি আগামী West Bengal Madhyamik Geography Examination 2024 – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল 2024 সালের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। 

ALSO READ :  West Bengal Madhyamik Class 10th Bengali Aye Aro Bedhe Bedhe Thaki Question and Answer

মাধ্যমিক ভূগোল 2024 পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড। পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বা মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪ – Madhyamik Geography Suggestion 2024 নিচে দেওয়া হয়েছে।

Madhyamik Geography Suggestion 2024 | West Bengal Class 10th Geography Suggestion 2024 | মাধ্যমিক দশম শ্রেণী ভূগোল সাজেশন ২০২৪

প্রাকৃতিক ভূগোল সাজেশন – মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪ :মাধ্যমিক ভূগোল – বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) Click Hereমাধ্যমিক ভূগোল – বায়ুমণ্ডল (দ্বিতীয় অধ্যায়) Click Hereমাধ্যমিক ভূগোল – বারিমণ্ডল (তৃতীয় অধ্যায়) Click Hereমাধ্যমিক ভূগোল – বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) Click Here

অর্থনৈতিক ভূগোল – মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪ :মাধ্যমিক ভূগোল – ভারতের প্রাকৃতিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) Click Hereমাধ্যমিক ভূগোল – ভারতের অর্থনৈতিক বিভাগ (ভারত – পঞ্চম অধ্যায়) Click Hereমাধ্যমিক ভূগোল – উপগ্রহ চিত্র ও ভূবচিত্র্যসূচক মানচিত্র (ষষ্ঠ অধ্যায়) Click Here

প্রাকৃতিক ভূগোল সাজেশন – মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪

২. একটি বা দুটি শব্দে উত্তর দাও:

  1. কোন্ প্রকার আলোড়ন ভূপৃষ্ঠের ওপর উল্লম্বভাবে ক্রিয়া করে?
  2. আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণ কী নামে পরিচিত?
  3. সুন্দরবনের কোন্ দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে?
  4. কোন্ প্রক্রিয়ার সঙ্গে জৈব রাসায়নিক আবহবিকার সম্পর্কিত?
  5. যে-উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো।
  6. পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপটির নাম কী?২.৩.৭ পৃথিবীর গভীরতম গিরিখাতটির নাম কী?
  7. হিমবাহের সঞ্চয়জাত প্রধান ভূমিরূপ কোনটি?
  8. পৃথিবীর গভীরতম ফিয়র্ডটির নাম কী?
  9. ভারতের থর মরুভূমিতে সৃষ্ট গর্তগুলিকে কী বলে?
  10. মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কী বলে?
  11. সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত?
  12. পৃথিবীর উচ্চতম জলপ্রপাতটির নাম কী?
  13. কোন্ নদীর গতিপথে নায়াগ্রা জলপ্রপাত অবস্থান করছে?
  14. কেটল হ্রদে সঞ্চিত পলিকে কী বলে?
  15. পাদদেশীয় হিমবাহের সম্মুখভাগকে কী বলে?
  16. ‘সিফ’ কথার অর্থ কী?

৩. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন:প্রাকৃতিক ভূগোল 2 নম্বরের প্রশ্ন সাজেশন

  1. ভূমিরূপ বলতে কী বোঝো?
  2. ক্ষয়ীভবন কাকে বলে?
  3. আবহবিকার কী? অথবা, নগ্নীভবন কাকে বলে?
  4. বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমগুলি কী কী?
  5. ভূ-বিপর্যয় কী?
  6. জলচক্র কী?
  7. ধারণ অববাহিকা কাকে বলে?
  8. পর্যায়িত ঢাল কাকে বলে?
  9. পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে গঠিত হয়?
  10. হিমরেখা কী?
  11. ফার্ন কী?
  12. হিমানী সম্প্রপাত কাকে বলে?
  13. নুনাটক কী?
  14. ‘হোয়েল ব্যাক’ কী?
  15. বার্গসুন্ড কী?
  16. আর্গ কাকে বলে?
  17. ‘অপসারণ গর্ত’ কীভাবে সৃষ্টি হয়?
  18. নগ্নীভবন কাকে বলে?
  19. হামাদা কী?
  20. ‘ড্রেইকান্টার’ কী?
  21. ‘ব্লো আউট’ কাকে বলে?
  22. বাজাদা কী?

3. সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন:প্রাকৃতিক ভূগোল 3 নম্বরের প্রশ্ন সাজেশন

  1. বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো।
  2. অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে তিনটি পার্থক্য লেখো।
  3. বহির্জাত প্রক্রিয়ার নিয়ন্ত্রকগুলি কী কী?
  4. ক্ষয়ীভবনের বিভিন্ন মাধ্যমগুলি কী কী?
  5. পর্যায়নের বৈশিষ্ট্যগুলি লেখো।
  6. গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো।
  7. উচ্চগতিতে নদী উপত্যকার বৈশিষ্ট্যগুলি কী কী?
  8. কোন্ জলবায়ু অঞ্চলে ক্যানিয়ন গড়ে ওঠে? কেন?
  9. নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো।
  10. সব নদীর মোহানায় বদ্বীপ গড়ে ওঠে না কেন?
  11. উদাহরণ-সহ হিমবাহের শ্রেণিবিভাগ করো।
  12. হিমশৈল কী? এর বৈশিষ্ট্যগুলি লেখো।
  13. বার্গসুন্ড কীভাবে সৃষ্টি হয়?
  14. বাৰ্খান বালিয়াড়ি কীভাবে উৎপত্তিলাভ করে?
  15. পেডিমেন্টের তিনটি বৈশিষ্ট্য লেখো।
  16. পেডিমেন্ট ও পেডিপ্লেনের মধ্যে পার্থক্য নিরূপণ করো।
  17. সুন্দরবন বদ্বীপের ওপর বিশ্ব উন্নায়নের তিনটি প্রভাব উল্লেখ করো।
  18. স্বাভাবিক বাঁধ কীভাবে সৃষ্টি হয়?৪.১৯ ইয়ার্দাং ও জিউগেনের মধ্যে পার্থক্য নির্দেশ করো।
  19. কী কী কারণে জলপ্রপাত সৃষ্টি হয়?
  20. মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন?
  21. অনুদৈর্ঘ্য ও বার্খান বালিয়াড়ির মধ্যে তিনটি পার্থক্য লেখো।

4. দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নঃপ্রাকৃতিক ভূগোল বড়ো প্রশ্ন সাজেশন,প্রাকৃতিক ভূগোল 5 নম্বরের প্রশ্ন সাজেশন

  1. ভূমিরূপের বিবর্তনের বা পরিবর্তনের প্রয়োজনীয় শক্তি বা বলসমূহ কী তা ব্যাখ্যা করো।
  2. বিভিন্ন প্রকার অবরোহণ প্রক্রিয়াসমূহ বর্ণনা করো।
  3. নদীর মধ্যগতিতে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্র-সহ বিবরণ দাও।
  4. নদীর সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্র-সহ বিবরণ দাও।
  5. নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি প্রধান ভূমিরূপ চিত্র-সহ বর্ণনা করো।
  6. বদ্বীপ গঠনের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি লেখো।
  7. পৃথিবীব্যাপী জলবায়ুর পরিবর্তন গঙ্গা-পদ্মা-মেঘনার বদ্বীপের সক্রিয় অংশকে কীভাবে প্রভাবিত করছে তা উল্লেখ করো।হিমবাহ ও জলধারায় মিলিত সঞ্জয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র-সহ বর্ণনা করো। [ME 2018]
  8. বায়ুর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র-সহ বর্ণনা করো।
  9. বায়ুর সঞ্জয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র-সহ বর্ণনা করো।
  10. শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্র-সহ বর্ণনা করো।
  11. নদীর শক্তি যে যে বিষয়ের ওপর নির্ভরশীল সেগুলির পরিচয় দাও।অথবা, নদীর ক্ষয় ও বহন ক্ষমতা কী কী বিষয়ের ওপর নির্ভর করে সংক্ষেপে ব্যাখ্যা করো।
ALSO READ :  Madhyamik class 10th Bengali Abhishek Question and Answer

5. অর্থনৈতিক ভূগোল সাজেশন– মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে-কোনো ছ-টি):

  1. দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কী?
  2. ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি?
  3. সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
  4. ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো।[ME২.
  5. ভারতের কোন্ রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী।
  6. ভারতের দীর্ঘতম বাঁধের নাম কী?MONEX কী?NLM-এর সম্পূর্ণ নাম কী?মরুভূমির বালুকাময় মৃত্তিকাকে কী বলে?ভারতে বনভূমির শতকরা পরিমাণ কত?ICAR-এর সম্পূর্ণ নাম কী?
  7. ভারতের মরু অঞ্চলে কোন্ ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়?
  8. ভারতের কোন্ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ?
  9. ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখো।
  10. ‘দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার’ কাকে বলে?
  11. ‘হীরক চতুর্ভুজ প্রকল্পটি’ কী?
  12. ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি?
  13. আন্দামানের একটি আগ্নেয় দ্বীপের নাম করো।
  14. ভারতের মিষ্টি জলের বৃহত্তম হ্রদ কোন্‌টি?
  15. কোন্ উদ্ভিদ শঙ্কু আকৃতির হয়?
  16. ভারতের ডেট্রয়ট কাকে বলে?
  17. ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়?
  18. ভারতের একমাত্র রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার নাম কী?
  19. বিশ্বের উচ্চতম সড়কপথ কোনটি?
  20. ভারতের দীর্ঘতম রেলপথ কোন্‌টি?
  21. ভারতে সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি?
  22. কোন্ সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে? [ME

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন:অর্থনৈতিক ভূগোল 2 নম্বরের প্রশ্ন সাজেশন

  1. ভারতীয় উপমহাদেশ বলতে কী বোঝো?
  2. কর্ণাটক মালভূমির দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো
  3. তাল অঞ্চলের সংক্ষিপ্ত ধারণা দাও।
  4. মালনাদ অঞ্চল কোথায় অবস্থিত?
  5. ভারতের দুটি জলবিভাজিকা অঞ্চলের নাম লেখো।
  6. ভারতবর্ষকে ‘মৌসুমি জলবায়ুর দেশ’ বলা হয় কেন
  7. মৌসুমি বিস্ফোরণের সংজ্ঞা দাও।
  8. বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কী কী?
  9. ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো?
  10. ভারতের একটি কৃষিভিত্তিক এবং একটি বনজভিত্তিক শিল্পের নাম লেখো।
  11. জীবিকাসত্তাভিত্তিক কৃষি বলতে কী বোঝো?
  12. কারেওয়া কী? অথবা, ছিটমহল কী?
  13. হিউমাস কাকে বলে?
  14. মৃত্তিকা সৃষ্টিকারী উপাদানগুলির নাম লেখো।
  15. কোন্ অরণ্য অঞ্চলকে ‘চিরগোধুলি অঞ্চল’ বলে?
  16. ভারতে ‘বাগার’ ও ‘রোহি’ বলতে কী বোঝায়?
  17. সামাজিক বনসৃজনের দুটি উদ্দেশ্য লেখো।
  18. জায়িদ শস্য কী?
  19. সিরোজেম মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য লেখো।
  20. তরাই অঞ্চলের পরিচয় দাও।
  21. পেট্রোরাসায়নিক শিল্প কাকে বলে?
  22. কাকে ‘শিকড় আলগা শিল্প’ বলা হয়?
  23. মানুষ ও জমির অনুপাত কাকে বলে?
  24. নগরায়ণের পদ্ধতিগুলি কী কী?
  25. ‘শিপিংলেন’ কাকে বলে?
  26. বন্দরের পশ্চাদভূমি কাকে বলে?
  27. ধাপচাষের গুরুত্ব কী?
  28. বাগিচা কৃষি কাকে বলে?
  29. ইঞ্জিনিয়ারিং শিল্প সম্পর্কে কী জানো?
  30. স্থিতিশীল উন্নয়ন অথবা ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো?
  31. আদমশুমারি কী?
  32. তথ্যপ্রযুক্তি শিল্প কী?
  33. মিলেট জাতীয় শস্য বলতে কী বোঝো?
  34. আকাশপথের দুটি সুবিধা লেখো।
  35. জনঘনত্ব বলতে কী বোঝো?
  36. পরিবহণের প্রধান চারটি মাধ্যমের নাম লেখো।বিভাগ (ঘ

৪. সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন:অর্থনৈতিক ভূগোল 3 নম্বরের প্রশ্ন সাজেশন

  1. SAARC কী? এর উদ্দেশ্যগুলি লেখো।
  2. প্রবাল প্রাচীর কীভাবে গঠিত হয়?
  3. ভারতের পশ্চিমে থর মরুভূমির সৃষ্টির কারণগুলি লেখো।
  4. ভারতের অধিকাংশ পূর্ববাহিনী নদীতে বদ্বীপ দেখা যায় কেন?
  5. বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের ভূমিকা লেখো।
  6. আরব সাগরের তুলনায় বঙ্গোপসাগরে নিম্নচাপ বেশি হয় কেন?
  7. দক্ষিণ ভারতের নদীগুলিতে জলবিদ্যুৎ উৎপাদন হয় কেন?
  8. মৃত্তিকা ক্ষয় ক-প্রকার ও কী কী?
  9. খাদার ও ভাঙ্গরের মধ্যে পার্থক্য লেখো।
  10. লবণাম্বু উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখো।ভারতের ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের তিনটি পার্থক্য উল্লেখ ভারতে অরণ্য সংরক্ষণের তিনটি প্রধান উপায় সংক্ষেপে লেখো।
  11. পাঞ্জাব-হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির প্রধান তিনটি কারণ সংক্ষেপে আলোচনা করো।
  12. ‘জীবিকাসত্তাভিত্তিক কৃষি’ বলতে কী বোঝো?
  13. ভারতে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ-সহ ব্যাখ্যা করো।
  14. লৌহ-ইস্পাত শিল্পকে ‘সকল শিল্পের মূল’ বলা হয় কারণ ব্যাখ্যা করো।
  15. মানুষ-জমির অনুপাতের বৈশিষ্ট্যগুলি লেখো।
  16. ভারতের উপকূল অঞ্চলে জনঘনত্বের বৈশিষ্ট্যগুলি লেখো।
  17. আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো?
  18. রজ্জুপথ সম্পর্কে যা জানো লেখো।
  19. স্থূল মৃত্যুহার সম্পর্কে কী জানো?
  20. ভারতের 6টি আন্তর্জাতিক বিমানবন্দরের নাম লেখো।
  21. ভারতের বিমান চলাচলের প্রধান সমস্যাগুলি কী কী?
  22. ‘সোনালি চতুর্ভুজ’ সম্পর্কে কী জানো?
  23. ‘ইন্টারনেট পরিসেবা’-র গুরুত্ব লেখো।
  24. দক্ষিণ ভারতের চেয়ে উত্তর ভারতে খাল দ্বারা জলসেচ অধিক প্রচলিত কেন
  25. বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? এর উদ্দেশ্যগুলি কী কী?
  26. পেট্রোরসায়ন শিল্পকে ‘উদীয়মান শিল্প’ বলে কেন?\\
  27. ভারতে নগরায়ণের প্রধান তিনটি সমস্যা উল্লেখ করো।বিভাগ ও
ALSO READ :  West Bengal HS Toppers List 2023 (Out) Top 10 PDF WB HS Highest Marks

৫. দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন:অর্থনৈতিক ভূগোল বড়ো প্রশ্ন সাজেশন,অর্থনৈতিক ভূগোল 5 নম্বরের প্রশ্ন সাজেশন,

  1. ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে লেখো।
  2. ভারতের উত্তরের সমভূমিকে কী কী ভাগে ভাগ করা যায়? আলোচনা করো।
  3. পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের মধ্যে পার্থক্য লেখো।
  4. উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো।
  5. ভারতের বিভিন্ন জলসেচ পদ্ধতিগুলি সম্বন্ধে লেখো।
  6. জলসম্পদ সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি উল্লেখ করো।
  7. মানবজীবনের ওপর হিমালয় পার্বত্য অঞ্চলের প্রভাব সংক্ষেপে আলোচনা করো।
  8. ভারতের জলবায়ুর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।অথবা, ‘ভারতের জলবায়ু বৈচিত্র্যপূর্ণ” উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।৫.৯ ভারতের পলি মৃত্তিকা ও কুম্ন মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। [ME
  9. মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো।
  10. পর্ণমোচী বৃক্ষ/সরলবর্গীয় বৃক্ষের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
  11. অরণ্য সংরক্ষণের উপায়গুলি ব্যাখ্যা করো।
  12. ধান/গম উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি লেখো। ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি লেখো। কার্পাস চাষের অনুকূল পরিশেগুলির বর্ণনা দাও।
  13. পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের অধিক উন্নতির কারণ ব্যাখ্যা করো। পূর্ব ও মধ্য ভারতে লৌহ-ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো।
  14. তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলি লেখো।ভারতের বিভিন্ন অঞ্চলে জনবণ্টনের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো।
  15. ভারতে শহর বা নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো।ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের তুলনা করো।
  16. এদাক্ষিণাত্য মালভূমির ভূপ্রকৃতির বর্ণনা দাও।
  17. ভারতীয় কৃষির প্রধান সমস্যা ও সমাধানগুলি লেখো।
  18. ভারতের পরিবহণ ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো।
  19. রেলপথ ও জলপথের মধ্যে তুলনামূলক আলোচনা করো।বিভাগ চ: মানচিত্র চিহ্নিতকরণ

প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখামানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নাম-সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও  প্রশ্নমানঃ

  1. পিরপঞ্জাল পর্বতশ্রেণি, নীলগিরি, গারো-খাসিয়া, দোদাবেতা, কারাকোরাম পর্বত, আনাইমুদি, সাতপুরা, কাশ্মীর উপত্যকা, শিবালিক পর্বতমালা, বিন্ধ্য পর্বত, কাঞ্চনজঙ্ঘা, পশ্চিমঘাট পর্বতমালা, আনাইমালাই, পালনি ও কার্ডামম পর্বত, গুরুশিখর, রাজমহল পাহাড়, মেঘালয় মালভূমি।
  2. সবরমতী, তাপ্তী, কাবেরী, গোদাবরী, কৃষ্ণা, সিন্ধুনদ, গঙ্গা নদী, লুনি, চিল্কা হ্রদ, উলার হ্রদ, পুলিকট হ্রদ, সম্বর হ্রদ, ভেম্বানাদ কয়াল, মহানদী, সুবর্ণরেখা, পুষ্কর।
  3. কোঙ্কন উপকূল, মালাবার উপকূল, করমণ্ডল উপকূল, কুমারিকা অন্তরীপ, পক প্রণালী, 10° চ্যানেল, কাথিয়াবাড় উপদ্বীপ, কচ্ছের রণ, সুন্দরবন, উত্তর সরকার উপকূল, ডানকান প্যাসেজ।
  4. একটি বন্যাপ্রবণ অঞ্চল, দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, লাদাখ, থর মরুভূমি, ভারতের নবীনতম রাজ্য, খাম্বাত উপসাগর, ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, একটি বৃষ্টিচ্ছায়া অঞ্চল।৬.৫ পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, একটি কৃষ্ণমৃত্তিকা অঞ্চল, ছোটোনাগপুর মালভূমি অঞ্চল, লোহিত মৃত্তিকা।
  5. মরু উদ্ভিদ, চিরহরিৎ বনভূমি, আল্পীয় অরণ্য অঞ্চল।
  6. একটি কার্পাস উৎপাদক অঞ্চল, ভারতের সর্বাধিক চা উৎপাদক অঞ্চল, কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র, ভারতের কেন্দ্রীয় চা গবেষণাগার, মুম্বাই হাই, ডিগবয়, ভারতের গম গবেষণাকেন্দ্র, দক্ষিণ ভারতেরএকটি আন্তর্জাতিক বিমান বন্দর, পূর্ব উপকূলের একটি জাহাজ নির্মাণ শিল্পকেন্দ্র, পূর্ব/দক্ষিণ ভারতে একটি তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্র, দক্ষিণ/পশ্চিম ভারতের একটি কার্পাস-বয়ন শিল্পকেন্দ্র, মৃত্তিকা গবেষণাকেন্দ্র, সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্র।
  7. পূর্ব ভারতের একটি মোটরগাড়ি কারখানা, উত্তর ভারতের রেল ইঞ্জিন কারখানা, পূর্ব ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, পূর্ব ভারতের রেল ইঞ্জিন কারখানা, পশ্চিম ভারতের একটি পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র, দক্ষিণ ভারতের একটি শক্তি উৎপাদক অঞ্চল, পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের সদর দফতর, দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার।

জামনগর, ট্রম্বে, গোলাপি শহর, ভারতের সিলিকন ভ্যালি, সর্বনিম্ন জনসংখ্যাযুক্ত রাজ্য, সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য, একটি অতিবিরল জনবসতি অঞ্চল, শ্রীনগর, সিমলা, ভারতের শেফিল্ড বা গ্লাসগো, পূর্ব উপকূলের একটি নদী বন্দর, স্বাভাবিক/কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর, একটি পরিপূরক বন্দর, একটি নবনির্মিত বন্দর।১০ কান্ডালা, মার্মাগাঁও, কোচি বন্দর, কানপুর, এলাহাবাদ, পোর্ট ব্লেয়ার, ম্যাঙ্গালোর, তিরুবনন্তপুরম, হলদিয়া, কোয়েম্বাটোর, আমেদাবাদ, পারাদ্বীপ, কন্যাকুমারী, কমলালেবুর শহর, চেন্নাই, লখনউ, তেলেঙ্গানা রাজ্য, গোয়া, লাদাখ, ডিগবয়। Madhyamik Suggestion 2024 | মাধ্যমিক সাজেশন ২০২৪

2 thoughts on “WBBSE Madhyamik Geography Suggestion 2024 ( PDF Download) | মাধ্যমিক ভূগোল সাজেশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.